
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পণ ও কেক কেটে দিবসটির শুভ সুচনা করা হয়।
পরে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের হলরুমে নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিবেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলালঅন্যদের মধ্যে উপজেলা পরিষদের
চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সহকারি কমিশনার (ভূমি) হাফিজুর রহমান,জেলা পরিষদের সদস্য জাকির হোসেনসহ উপজেলা প্রশাসনের বিবিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রাণীনগর দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তলন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া একই অনুষ্ঠানে উপজেলার ৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।