Date: October 17, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / রিপন মিয়ার পাশে দাঁড়ালেন অভিনেত্রী চমক, বললেন সব দোষ তারই - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রিপন মিয়ার পাশে দাঁড়ালেন অভিনেত্রী চমক, বললেন সব দোষ তারই

October 16, 2025 02:32:00 PM   দেশেরপত্র ডেস্ক
রিপন মিয়ার পাশে দাঁড়ালেন অভিনেত্রী চমক, বললেন সব দোষ তারই


সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে তুমুল আলোচনার কেন্দ্রে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। এতদিন তার কর্মকাণ্ডের ইতিবাচক দিকগুলো নিয়ে কথা হলেও, সম্প্রতি তিনি সমালোচনার মুখে পড়েছেন, বিশেষ করে তার স্ত্রী ও বাবা-মাকে নিয়ে। একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে রিপন মিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে তিনি নিজের স্ত্রীকে অস্বীকার করছেন এবং বাবা-মার দেখাশোনা করেননি। এই সংবাদ দ্রুত ভাইরাল হয়ে সামাজিক মাধ্যমে প্রচার পেয়েছে।

এই পরিস্থিতিতে যখন অনেকেই রিপন মিয়ার সমালোচনায় সরব, তখন তার পাশে দাঁড়িয়েছেন একাধিক কনটেন্ট ক্রিয়েটর এবং শোবিজ তারকা। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

গতকাল, ১৫ অক্টোবর, ২০২৪, চমক নিজের ফেসবুক পেজে বিষয়টি নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন। সেখানে তিনি ব্যঙ্গাত্মকভাবে লিখেছেন, “সব দোষ রিপন মিয়ার।” তবে তিনি কেবল দোষারোপেই থেমে থাকেননি; বিষয়টির অন্য দিকও তুলে ধরেছেন। চমক লিখেছেন, “স্বার্থে আঘাত লাগলে নিজের বাবা-মাও তার সন্তানকে টেনে নামাতে পারে। রিপন মিয়া কত খারাপ বা কত ভালো, সেটা নিয়ে তো সবাই কথা বলছে, কিন্তু আমরা কি মুদ্রার সব দিক দেখছি? তার বাবা-মা কি একবারও তার সন্তানের সম্মানের কথা ভেবেছেন?”

চমক মিডিয়ার চাকচিক্য ও বাস্তব জীবনের পার্থক্যও তুলে ধরেছেন। তিনি লিখেছেন, “মিডিয়ার দেখানো মোবাইলের জায়গায় ঘোরাফেরা দেখে আমরা তাকে সম্পদশালী মনে করি, কিন্তু বাস্তব জীবনে তা না-ও হতে পারে। রিপন মিয়ার ব্র্যান্ডের অর্থায়ন ও ঘোরাফেরা দেখে তাকে ধনী মনে করার কোনো কারণ নেই।”

অভিনেত্রী আরও প্রশ্ন তুলেছেন, যদি রিপনের বাবা-মা ছেলের সামান্য উন্নতিতেও খুশি হতে না পারেন, তবে সমাজের কাছ থেকে তার কেমন সমর্থন আশা করা যায়। সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও চমক সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, “মহান সাংবাদিকগণ যারা মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেন, মানুষকে টেনে-হেঁচড়ে নিচে নামানোর চেষ্টা করেন সামান্য অর্থের জন্য—এ ধরনের আচরণ কীভাবে গ্রহণযোগ্য?”

রিপন মিয়ার ‘গরিব’ পরিচয় সম্পর্কিত শিরোনামও তিনি প্রশ্নবিদ্ধ করেছেন। চমক বলেছেন, “রিপন মিয়া সব ভিডিওতেই নিজেকে গরিব বলে পরিচয় দেন। তাই গরিব বলে বাবা-মাকে পরিচয় না দেওয়া শিরোনামটি ব্যবহার করা প্রয়োজন ছিল না। দোষারোপ আরও সৃজনশীল হতে পারত।”

শেষে চমক একটি দার্শনিক মন্তব্যও রেখেছেন, “প্রকৃতি আমাদের বরাবরই চোখে আঙুল দিয়ে দেখায় আমরা কতটা হিংস্র, কতটা নিরাপত্তাহীন, কতটা লোভী, কতটা একা, কতটা অসহায়। তবে সব কথার শেষ কথা, সব দোষ রিপন মিয়ার।”

চমকের এই মন্তব্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে সমালোচনা এবং সমর্থনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।