Date: October 17, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / হানিয়া আমির হঠাৎ হাসপাতালে, ভক্তদের উদ্বেগের ভিড় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হানিয়া আমির হঠাৎ হাসপাতালে, ভক্তদের উদ্বেগের ভিড়

October 15, 2025 11:56:08 AM   বিনোদন ডেস্ক
হানিয়া আমির হঠাৎ হাসপাতালে, ভক্তদের উদ্বেগের ভিড়

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হাসপাতালে জরুরি ভিত্তিতে তাকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। খবরটি প্রকাশ পেতেই অনলাইনে ছড়িয়ে পড়েছে উদ্বেগ ও নানা জল্পনা।

হানিয়ার অসুস্থতার সঠিক কারণ এখনও প্রকাশ করা হয়নি। তবে সাম্প্রতিক ছবি ও ভিডিওগুলোতে তাকে বেশ ফ্যাকাশে ও দুর্বল দেখাচ্ছে, যা ভক্তদের উদ্বেগ আরও বাড়িয়েছে। জানা গেছে, তিনি একটি পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে হিউস্টনে গিয়েছিলেন, সেখানেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

পাকিস্তানের জিওটিভি নিউজের প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালের বিছানায় হানিয়ার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভক্তরা মন্তব্যে ভরিয়ে তুলেছেন কমেন্ট বক্স— “হানিয়ার কী হয়েছে?”, “দ্রুত সুস্থ হয়ে উঠুন”— এমন প্রার্থনায় ভরে উঠেছে পুরো সোশ্যাল মিডিয়া। তবে এখনো তার পরিবারের কেউ বা টিমের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনও আনুষ্ঠানিক আপডেট জানানো হয়নি।

হানিয়া আমির বর্তমানে পাকিস্তানের অন্যতম প্রভাবশালী তরুণ তারকা। ‘মুঝে প্যায়ার হুয়া থা’-এর মতো জনপ্রিয় ড্রামায় অভিনয়ের মাধ্যমে তিনি বিপুল ভক্তসমর্থন অর্জন করেছেন। তার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ১ কোটি ৯০ লাখের বেশি, যা তাকে পাকিস্তানের শীর্ষ সেলিব্রিটিদের কাতারে স্থান দিয়েছে।

সম্প্রতি তিনি দেশের গণ্ডি পেরিয়ে ভারতের পাঞ্জাবি চলচ্চিত্র ‘সরদার জি ৩’-এ দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে অভিনয় করেছেন। তার এই উদ্যোগ সীমান্তের দুই প্রান্তেই আলোচনার জন্ম দিয়েছে। অভিনয়ের পাশাপাশি হানিয়া নিয়মিত ফটোশুট ও সোশ্যাল মিডিয়া কনটেন্টে সক্রিয়, যেখানে তিনি ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন ও নিজের ব্যক্তিগত-পেশাদার জীবনের ঝলক শেয়ার করেন।

বর্তমানে ভক্তদের একটাই অপেক্ষা— প্রিয় তারকার দ্রুত আরোগ্যের খবর শোনা।