
নিজস্ব সংবাদদাতা:
রংপুরের কাউনিয়া হতে অপহৃত ১৫ বছরের এক কিশোরীকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা হতে উদ্ধার করেছে র্যাব-১০। এসময় অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ৬ জুন র্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় একটি অভিযান পরিচালনা করে রংপুর জেলার কাউনিয়া থানার চাঞ্চল্যকর ভিকটিম (১৫)’কে অপহরণ মামলার প্রধান আসামী শাহ আলম ইসলাম ওরফে শাহিন (২৪)’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।