Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / রবি-মঙ্গলবার অফিস সময় ৯টা-৩টা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রবি-মঙ্গলবার অফিস সময় ৯টা-৩টা

July 27, 2024 07:07:02 PM   অনলাইন ডেস্ক
রবি-মঙ্গলবার অফিস সময় ৯টা-৩টা

 

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা পরবর্তী দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউ আরও শিথিল করেছে সরকার। এমন অবস্থায় সরকারি অফিস আগামী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ছয় ঘণ্টা চলবে।

শনিবার (২৭ জুলাই) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন এ কথা জানান।

তিনি বলেন, আগামীকাল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলবে।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় গত ২০ জুলাই কারফিউ জারি হলে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি দিয়েছিল সরকার। পরিস্থিতি স্বাভাবিক ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জানায়, ২৪ ও ২৫ জুলাই সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসের জন্য বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে।