২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি ভবনের কনফারেন্স রুমে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান স্বাগত বক্তব্য দেন। এছাড়া সচিব ড. মো. ফখরুল ইসলামসহ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা উপস্থিত ছিলেন।
সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ভর্তি পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের পরীক্ষা। এরপর ৩ এপ্রিল ‘বি’ ইউনিটের এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে আবেদন শুরু হওয়ার তারিখ এখনও নির্ধারিত হয়নি এবং তা পরবর্তী সভায় চূড়ান্ত করা হবে।
এইভাবে শিক্ষার্থীরা আগামী বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।