Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / রাঙাবালীতে ভূমি জবরদখল করে ঘের ও বাড়ি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাঙাবালীতে ভূমি জবরদখল করে ঘের ও বাড়ি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

June 26, 2022 06:09:21 AM  
রাঙাবালীতে ভূমি জবরদখল করে ঘের ও বাড়ি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালী সংবাদদাতা:
পটুয়াখালীর রাঙাবালী উপজেলার ছোটবাইশদা ইউনিয়নের কাউখালী গ্রামে জমি জবরদখল করে ঘের ও বাড়ি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ছোটবাইশদা ইউনিয়নের কাউখালী গ্রামের  উত্তর ছোটবাইশদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে গত বৃহস্পতিবার বেলা ১১টায় ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ এবং এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

জানা যায়, ইউনিয়নের ছোটবাইশদা মৌজার ১৬,৮৯,৩৩৩ খতিয়ানের ১২৫২ দাগের ৩.৩১ একর জমি নিয়ে  দীর্ঘদিন যাবৎ গ্রামের ভুমিদস্যু, লাঠিয়াল বাহিনী দ্বাদন হাওলাদার, বশির হাওলাদার, মিন্টু হালাদার গং দের  সাথে গ্রামের মো. জাকির হোসেন গংদের দীর্ঘদিন যাবত উক্ত জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। জমির বিরোধ নিয়ে পটুয়াখালী বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে মামলা বিদ্যমান (৯৭/১৫) থাকা সত্ত্বেও রাতের আধারে বিরোধীও জমি জবরদখল করে ঘের ও বাড়ি নির্মাণ করে প্রকৃত রেকর্ডীয় সম্পত্তির মালিক মো. জাকির হোসেন গংদের হুমকি দিয়ে আসছে।

মানববন্ধনে দাদন হাওলাদার গংদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য আ. রাজ্জাক (৬৫) সাবেক মেম্বার মো. জাকির হোসেন (৬৩) হেলাল মীর প্রমুখ।