
রাজধানীর সবুজবাগের বাসাবো ফ্লাইওভারের নিচে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় মোছা. মরিয়ম আক্তার (৩৫) নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই মো. সুবহান জানান, আমার বোন গ্রামের বাড়ি থেকে আমার বাসায় আজকেই বেড়াতে আসে। বাসায় আধা ঘণ্টা থাকার পরে আমার মাকে দেখার জন্য উত্তরার আরেক বাসায় যাচ্ছিলেন।
‘ফ্লাইওভারের নিচে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।