Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / রাজধানীর কুড়িল ফ্লাইওভারের ঢালে বাস উল্টে আহত ৭ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাজধানীর কুড়িল ফ্লাইওভারের ঢালে বাস উল্টে আহত ৭

October 07, 2022 09:12:09 PM   স্টাফ রিপোর্টার
রাজধানীর কুড়িল ফ্লাইওভারের ঢালে বাস উল্টে আহত ৭

রাজধানীর কুড়িল ফ্লাইওভারের ঢালে শেওড়া এলাকায় একটি যাত্রীবাহী ‘ভিআইপি’ বাস উল্টে সাতজন আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। আজ শুক্রবার (৭ অক্টোবর) সকাল ৮টার দিকে গাজীপুর থেকে আজিমপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় উল্টে যায় বাসটি। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসী সাব্বির আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, সকাল ৮টার দিকে কুড়িল ফ্লাইওভারের ঢালে শেওড়া এলাকায় একটি যাত্রীবাহী ভিআইপি বাস উল্টে পাঁচ থেকে সাতজন যাত্রী আহত হয়েছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় কেউ নিহত হয়নি। আহতরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। উল্টে যাওয়া বাসটি রাস্তা থেকে সরাতে ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করছে থানা পুলিশও, বলেন ওসি মুনসী সাব্বির আহমেদ।