Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪০ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪০

November 10, 2024 10:31:31 AM   অনলাইন ডেস্ক
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক:
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার দিনভর এসব হামলা চালানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে উপকূলীয় শহর টায়ারে দুটি শিশুসহ অন্তত সাতজন নিহত হন। উদ্ধারকাজ চলমান থাকায় হামলার পর পাওয়া কিছু বিচ্ছিন্ন দেহাংশ শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

রয়টার্সের তথ্য মতে, টায়ারে হামলার আগে ইসরায়েলি বাহিনী শহরের কিছু অংশ খালি করার নির্দেশনা দিয়েছিল, তবে এবার এমন কোনো সতর্কতা দেয়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, শনিবার টায়ার ও এর আশপাশের শহরগুলোতে হিজবুল্লাহ ও এর সহযোগী সংগঠন আমলের সঙ্গে সংশ্লিষ্ট সাতজন চিকিৎসাকর্মীসহ ১৩ জন নিহত হয়েছেন। একই দিন বালবেক শহরের আশপাশে বিমান হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়।

ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা টায়ার ও বালবেকে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে যোদ্ধাদের আস্তানা, অভিযানের জন্য ব্যবহৃত অ্যাপার্টমেন্ট এবং অস্ত্র গুদাম রয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত এক বছরে ইসরায়েলি হামলায় ৩১৩৬ জন নিহত এবং ১৩,৯৭৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৬১৯ জন নারী ও ১৯৪ জন শিশু। এদিকে ইরান-সমর্থিত হিজবুল্লাহ জানিয়েছে, শনিবার তারা ইসরায়েলের বিভিন্ন এলাকায় ২০টিরও বেশি হামলা চালিয়েছে।