Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / এবার লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে নিহত ২০, আহত ৪৫০ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এবার লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে নিহত ২০, আহত ৪৫০

September 19, 2024 10:31:09 AM   অনলাইন ডেস্ক
এবার লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে নিহত ২০, আহত ৪৫০

লেবাননের বিভিন্ন স্থানে বুধবার ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় অন্তত ২০ জন নিহত ও ৪৫০ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, হিজবুল্লাহর নিয়ন্ত্রিত এলাকাগুলোতে এসব বিস্ফোরণ ঘটে।

এর আগে মঙ্গলবার লেবাননে পেজার বিস্ফোরণে ১২ জন নিহত ও প্রায় ৩ হাজার লোক আহত হয়। এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ, তবে ইসরায়েল এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বুধবারের বিস্ফোরণগুলোর পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সেনাদের উদ্দেশ্যে বলেন, "যুদ্ধের নতুন অধ্যায় শুরু হয়েছে"। ইসরায়েল সেনাবাহিনী তাদের ৯৮তম ডিভিশন গাজা থেকে লেবানন সীমান্তের দিকে সরিয়ে নিয়েছে, যা ইসরায়েলের উত্তরের দিকে বাড়তি মনোযোগের ইঙ্গিত দেয়।

লেবাননের বিভিন্ন এলাকায় পেজার, ওয়াকিটকি, সৌরবিদ্যুতের যন্ত্র ও গাড়ির ব্যাটারি বিস্ফোরণের ঘটনা ঘটছে। ফলে দেশটি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান হিজবুল্লাহকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে, আর যুক্তরাষ্ট্র সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।