
লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলা শুরুর পর গত ২৪ ঘণ্টায় দায়িত্ব পালনরত অন্তত ২৮ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বৃহস্পতিবার, ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে বলেন, “অনেক স্বাস্থ্যকর্মী তাদের কর্মস্থলে আসতে পারছে না। বোমা হামলার কারণে তারা ওই এলাকা ছেড়ে পালিয়েছে।”
গেব্রিয়েসুস ইসরায়েলের বোমা হামলার কারণে লেবাননের পরিস্থিতিকে ‘কঠিন ও বিপজ্জনক’ আখ্যা দিয়ে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার ওপর জোর দেন। তিনি বলেন, ইসরায়েলের হামলার কারণে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং অনেক স্বাস্থ্যকর্মী কাজ করতে পারছে না।
দক্ষিণ লেবাননে ৩৭টি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে এবং বৈরুতের বেশ কয়েকটি হাসপাতালের কর্মী ও রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। ডব্লিউএইচও-এর প্রতিনিধি আবদুনাসির আবুবকর বলেন, গত একদিনে দায়িত্ব পালনকালে সব স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।
বৈরুত বিমানবন্দরের শাটডাউনের কারণে ডব্লিউএইচও চিকিৎসা সামগ্রী সরবরাহ করতে ব্যর্থ হয়েছে, এবং বর্তমানে দেশের চিকিৎসা সামগ্রী প্রায় শেষের পথে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় গত এক বছরে প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ১২৭ জন শিশু এবং আহত হয়েছে ৯ হাজার ৩৮৪ জন।