Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / লালমনিরহাটে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

লালমনিরহাটে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার

January 24, 2025 08:31:19 PM   উপজেলা প্রতিনিধি
লালমনিরহাটে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার

লালমনিরহাট সদর থানা পুলিশের বিশেষ অভিযানে মোগলহাট ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যুবলীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট চারজন নেতাকে ২৪ জানুয়ারি রাতে গ্রেফতার করা হয়েছে। তাদের থানায় নিয়ে আসা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- মোগলহাট ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের (৫২),  মোগলহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান (৪০), মোগলহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অর্জুন কুমার (৩৮) ও মোগলহাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাশেদ সম্রাট (৪০)।

তথ্য অনুযায়ী, পুলিশ তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর নাশকতা, নাশকতার পরিকল্পনা, এবং বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।