Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শোক দিব‌সে সালথায় এ‌্যাড: জামাল মিয়ার শোক র‌্যালি ও দোয়া মাহ‌ফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শোক দিব‌সে সালথায় এ‌্যাড: জামাল মিয়ার শোক র‌্যালি ও দোয়া মাহ‌ফিল

August 15, 2023 09:13:51 PM   উপজেলা প্রতিনিধি
শোক দিব‌সে সালথায় এ‌্যাড: জামাল মিয়ার শোক র‌্যালি ও দোয়া মাহ‌ফিল

সালথা (ফ‌রিদপুর) প্রতিনি‌ধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাড: জামাল হোসেন মিয়ার আ‌য়োজ‌নে শোক র‌্যালি, কোরআন খতম, শোক সভা ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকাল ৩টার দি‌কে সালথা সদরের বাইপাস সড়কের হারেজ সুপার মার্কেট চত্বর থে‌কে শোক র‌্যা‌লি শে‌ষে সালথা উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা কম‌প্লে‌ক্সের সাম‌নে অব‌স্থিত জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের প্রতিকৃ‌তি‌তে শ্রদ্ধাঞ্জ‌লি নিবেদন করেন। এরপর শোক সভা ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়। এর আ‌গে খত‌মে কোরআন অনু‌ষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মান্নান মোল্লা, যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি রিক্তা আক্তার, শহীদ নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া, আটঘর ইউনিয়ন পরিষদের সদস্য আক্কাস আলী প্রমুখ। এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শোক সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে এ‌্যাড: জামাল হোসেন মিয়া বলেন, যার জন্ম না হয়ে বাংলার জন্ম হতো না, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব মানচিত্র পেতাম না, যার জন্ম না হলে পৃথিবীর বুকে লাল সবুজের পতাকা পেতাম না, বাংলাদেশের মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ঢাকা ধানমন্ডি ৩২- নম্বরে ১৯৭৫ সালের (১৫ আগস্ট) এই দিনে ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছিলো। ওরা বঙ্গবন্ধুকে হত্যা করেনি ওরা সেদিন বাংলাদেশের সার্বভৌমত্ব মানচিত্র কে হত্যা করেছে।

তি‌নি আরও ব‌লেন, বাংলাদেশের সাড়ে ৭ কোটি মানুষের হৃদয়ের স্পন্দনকে হত্যা করেছে। ওরা বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামী লীগের লাল নিশানা কে হত্যা করতে চেয়েছিলো। ওরা জানে না দেশে লক্ষ মুজিব ঘরে ঘরে জন্ম হয়েছে। যড়যন্ত্র করে বাংলাদেশ আওয়ামী লীগ কে ধ্বংস করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি রোল মডেল দেশ হিসেবে গড়ে তুলেছেন। তাই আগামীতে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখুন।