
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের আধুনিক ক্রীড়ার প্রবর্তক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদে গত শুক্র ও শনিবার (৭-৮ জুন) দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কুশু সান্দা ইভেন্টে স্বর্ণপদকসহ তিনটি পদক ছিনিয়ে নেয় নোয়াখালী জেলা কুশু এসোসিয়েশনের সদস্যরা।
জানা যায়, প্রতিযোগিতায় কুশু সান্দা ইভেন্টে অংশগ্রহণ করে ১৭ টি জেলা থেকে আগত শতাধিক প্রতিযোগী। তন্মধ্যে নোয়াখালী জেলা কুশু এসোসিয়েশনের তিন জন প্রতিযোগী অংশগ্রহণ করেন তিনটি পৃথক ইভেন্টে। এই তিন জন প্রতিযোগীই প্রতিযোগিতায় পদক অর্জন করেন। ৪৮ কেজিতে সকল প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণপদক লাভ করেন সুমাইয়া আক্তার। ৫০ কেজিতে রৌপ্যপদক অর্জন করেন শামীম শেখ এবং ৬০ কেজিতে তাম্র অর্জন করেন লিজা আক্তার খাওলা।
বিজয়ীরা দৈনিক দেশেরপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জানায়, খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতার পাশাপাশি তারা বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উন্নত জাতি হিসেবে তুলে ধরতে চায়। দেশের গণ্ডি পেরিয়ে আন্তজার্তিক অঙ্গনেও অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
নোয়াখালী জেলা কুশু এসোসিয়েশনে কোচ ও বাংলাদেশ কুশু এসোসিয়েশনের সদস্য সচিব মো. তাহের হোসেন মারুফ বলেন, বাংলাদেশ কুশু এসোসিয়েশন বহু বছর ধরে সুস্থ-সবল জাতি গঠনে বাংলাদেশের প্রায় ২৬টি জেলায় প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে আসছে। প্রতিবছরই বাংলাদেশ কুশু এসোসিয়েশন থেকে মার্শাল আর্টের বিভিন্ন প্রতিযোগিতায় শত শত ছেলে-মেয়ে অংশগ্রহণ করে থাকে। তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে প্রতিবছর পদকও ছিনিয়ে আনছে। সরকারের আরও সহযোগিতা পেলে আন্তর্জাতিক পর্যায়েও তারা ভালো কিছু করবে বলে তিনি আশাবাদী।
উল্লেখ্য, কুশু মার্শাল আর্ট একটি চাইনিজ মার্শাল আর্ট। বর্তমানে ওয়ার্ল্ড কুশু এসোসিয়েশনের সদস্য দেশ ৬৪টি। বাংলাদেশ ২০১৮ সাল থেকে ওয়ার্ল্ড কুশু এসোসিয়েশনের সদস্য দেশ হিসেবে সাউথ এশিয়ান গোল্ড মেডেলিস্ট মেজবাহ উদ্দিনের হাত ধরে যাত্রা শুরু করে।