Date: October 25, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সবার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সবার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা

October 23, 2025 09:49:40 AM   দেশেরপত্র ডেস্ক
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সবার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা

আগামী সাধারণ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার (২২ অক্টোবর) পৃথকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের সম্ভাবনা এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানান, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি নির্বাচন আয়োজন করা, যেখানে সব রাজনৈতিক দল অংশ নেবে এবং জনগণ আনন্দ-উৎসবের পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।” এসময় তিনি জামায়াত ও এনসিপিসহ সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলের প্রতি সহযোগিতার আহ্বান জানান, যাতে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন হয়।

প্রধান উপদেষ্টা জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকে বলেন, “আমাদের নিরপেক্ষতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য আমরা ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি, এবং শিগগিরই আরও কার্যকর উদ্যোগ দেখতে পাবেন।”

এদিন প্রথমে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন—উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। সরকারের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ এবং জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা প্রয়োজন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দৃঢ় অবস্থান আমরা দেখতে চাই।” এর জবাবে প্রধান উপদেষ্টা জানান, জুলাই সনদ জাতির জন্য একটি ঐতিহাসিক দলিল, যার বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে। তিনি এনসিপিকে সনদে স্বাক্ষরের আহ্বান জানিয়ে বলেন, “এই সনদে সবার অংশগ্রহণ থাকলে তা জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠবে।”

নাহিদ ইসলাম জানান, এনসিপির পক্ষ থেকে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার জন্য ইতোমধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে, যাতে আইন বিশেষজ্ঞদের মাধ্যমে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ত্বরান্বিত হয়।

এরপর জামায়াতে ইসলামী নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। নায়েবে আমির ডা. সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা‘ছুম এবং রফিকুল ইসলাম খান।

জামায়াতের নেতারা বৈঠকে জুলাই সনদকে কেন্দ্র করে গণভোটের দাবি পুনর্ব্যক্ত করেন। ডা. তাহের বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা জরুরি, কারণ সনদের অনেক বিষয় জাতীয় নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তবে গণভোট ও নির্বাচন একই দিনে হলে ভোটগ্রহণ প্রক্রিয়া জটিল ও দীর্ঘায়িত হতে পারে।”

প্রধান উপদেষ্টা এসময় জামায়াত নেতাদের আশ্বস্ত করে বলেন, নির্বাচনের আগে প্রশাসনে যেকোনো পরিবর্তন বা নিয়োগ তিনি নিজে তদারকি করবেন, যাতে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় থাকে। এছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠু ভোট আয়োজনের প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

জামায়াত নেতারা সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে বলেন, “নির্বাচনকালীন প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের জন্য প্রধান উপদেষ্টা যে পদক্ষেপ নিচ্ছেন, তার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।”

সর্বশেষে প্রধান উপদেষ্টা বলেন, “এই নির্বাচন কেবল রাজনৈতিক পরিবর্তনের নয়, এটি জাতির গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই আমাদের সকলের দায়িত্ব, শান্তি, সৌহার্দ্য ও ঐক্যের মাধ্যমে একটি সত্যিকারের উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করা।”