Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / শিবগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, অভিযুক্ত আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শিবগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, অভিযুক্ত আটক

April 21, 2025 11:01:00 AM   অনলাইন ডেস্ক
শিবগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, অভিযুক্ত আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবদুল কাদিরের ওপর অতর্কিত হামলার ঘটনায় রফিক নামে এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তিনি এ হামলার শিকার হন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে পেশাগত কাজে শিবগঞ্জ বাজার থেকে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন সাংবাদিক আবদুল কাদির। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে রফিক নামে ওই ব্যক্তি অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এতে আবদুল কাদির আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হামলার শিকার সাংবাদিক আবদুল কাদির বলেন, "পেশাগত কাজে যাওয়ার সময় রফিক আমার ওপর হামলা চালায়। এ সময় সে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে পুলিশকে খবর দিলে তারা অভিযুক্ত রফিককে আটক করে। আমি এ ঘটনায় তার উপযুক্ত শাস্তি চাই।"

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম শাকিল হাসান বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রফিক নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।