Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শিবচরের কাদিরপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শিবচরের কাদিরপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

April 24, 2025 07:49:00 PM   উপজেলা প্রতিনিধি
শিবচরের কাদিরপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচর উপজেলার কাদীরপুর ইউনিয়নের প্রেম ব্রিজের কাছে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) সকালে গাছিকান্দি প্রেমতলা নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবক কামরুল চোকদার (২৩), পিতা দাদন চোকদার, বিকেনগর টুমুক কান্দি গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি শিবচরের কাদীরপুর ইউনিয়নের গাছিকান্দি এলাকায় তার নানা বাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্থানীয় ও আত্মীয়স্বজন সূত্রে জানা যায়, কামরুলের সঙ্গে একই এলাকার মেহেদী নামের এক যুবকের ৮০ হাজার টাকা লেনদেন নিয়ে বিরোধ ছিল। তাদের ধারণা, সেই বিরোধের জের ধরেই বুধবার রাত ১০টার দিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়।

এ বিষয়ে শিবচর থানার ওসি রতন শেখ জানান, এ ঘটনায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।