
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত মদ পানে জহিরুল ইসলাম(৩৫)’র মৃত্যু হয়েছে। সোমবার রাতে পৌরসভার ৩নং ওয়ার্ডের লোহাগাছ গ্রামে এ ঘটনা ঘটে। জহির ওই গ্রামের মৃত আবু হানিফার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক সোহেল আল মামুন জানান,রাতে জহির অসুস্থ্য হয়ে পরে। স্বজনরা তাকে মঙ্গলবার ভোর পৌনে পাঁচটারদিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, জহির মদপান করতো। সোমবার রাতে বারোটার দিকে সে নেশাগ্রস্থ অবস্থায় ঘরেফিরে অসুস্থ্য হয়ে পরলে মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার দিকে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ জানান, নিহতের স্বজনরা হাসপাতালে এসে জরুরী বিভাগের চিকিৎসকে জানিয়েছে ওই যুবক মদ পান করে অসুস্থ্য হয়ে পড়ে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক এএফএম নাসিম জানান, ওই যুবক মদপানকরে অসুস্থ্য হয়ে পরে। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়না তদন্তে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।