Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে আন্দোলনকারী ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে আন্দোলনকারী ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ

August 03, 2024 07:09:15 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে আন্দোলনকারী ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ

শ্রীপুর প্রতিনিধি, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ ও আওয়ামীলীগের নেতাকর্মীদের দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের দাওয়াখেয়ে পিছু হটে পুলিশ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। পরে বিপুল শঙ্খক পুলিশ ছাত্রদের উপর দাওয়া ও গুলি বর্ষন করে। এ সময় চারজন আন্দোলন কারি গুলিবিদ্ধ হয়। সংঘর্ষ কালে বিক্ষুপ্ত শিক্ষার্থীরা মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে অবস্থিত তিনটি পুলিশ বক্স ভাঙচুর করে একটিতে আগুন ধরিয়ে দেয়।পরে তারা  পুলিশের চারটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা বলেন,সকাল থেকে মহাসড়কে  ছাত্ররা অবস্থান নিয়েছেন।  প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি করা হচ্ছে।