
গাজীপুরের শ্রীপুরে মাহে রমজানের তাৎপর্য ও রাষ্ট্র বিনির্মাণে এর ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গণইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তেলিহাটি ইউনিয়ন শাখার আয়োজনে শনিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার আবদার গ্রামে আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের মাঠে এ গণইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ তেলিহাটি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু বকর সিদ্দিক মাজিজুল। প্রধান আলোচক ছিলেন ইসলামী আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি ও গাজীপুর জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ তেলিহাটি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুল আজিজ, ইসলামী আন্দোলন শ্রীপুর উপজেলা জয়েন্ট সেক্রেটারি ও গাজীপুর জেলা দপ্তর সম্পাদক মো. আতাউর রহমান প্রমুখ। আলোচনা শেষে মাহে রমজানের ফজিলত নিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং আগত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।