Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে কাঁচামাল আড়তে সন্ত্রাসী লুটপাটের অভিযোগ, ব্যবসায়ীদের মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

শ্রীপুরে কাঁচামাল আড়তে সন্ত্রাসী লুটপাটের অভিযোগ, ব্যবসায়ীদের মানববন্ধন

April 20, 2023 07:17:36 PM   দেশজুড়ে ডেস্ক
শ্রীপুরে কাঁচামাল আড়তে সন্ত্রাসী লুটপাটের অভিযোগ, ব্যবসায়ীদের মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় চল্লিশ দোকানের ব্যবসায়ীকে উচ্ছেদ করে মার্কেট দখলের অভিযোগে মানববন্ধন থানায় মামলা। এ ঘটনা ঘটেছে বুধবার (১৯ এপ্রিল) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা হাজী ইব্রাহীম কাঁচা মালের পাইকারী মার্কেটে। দখল কারীরা এসময় ২৭ব্যবসায়ীর দোকানে হামলা চালায়। হামলা কারীরা এসব দোকান থেকে নগদ টাকা সহ  প্রায় পৌনেতিন কোটি টাকার মালামাল লুটপাট করে।

এ ঘটনায় মার্কেট মালিকগনের পক্ষে  শাহ আলম  বাদী হয়ে বুধবার রাতে শ্রীপুর থানায় ২২ জন সহ অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অপরদিকে ব্যবসায়ীদের পক্ষে মো. রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।

এদিকে সন্ত্রাাসী কায়দায় মার্কেট দখল,ব্যবসায়ীদের মারধর এবং নগদ টাকা,মালামাল লুটপাটের প্রতি বাদে এবং জানমালের নিরাপত্তার দাবীতে বৃহসপতিবার দুপুরে ওই মার্কেটে মালিক পক্ষ ও ব্যবসায়ীরা মার্কেটের সামনে মানববন্দন করেছে।

মানববন্দনে মার্কেট মালিক শাহ্ আলম জানান, তাদের প্রায়  সত্তোর বছরের ভোগ দখলের পৈত্রিক জমিতে দীর্ঘ দিন ধরে হাজী ইব্রাহীম নামক কাঁচা ও শুকনা মালের আড়ৎ বসিয়ে চল্লিশ ব্যবসায়ীর নিকট ভাড়া দিয়ে ভোগদখলে আছেন। প্রতিপক্ষ বিল্লাল হোসেন ওরফে বেলাল গং কিছু দিন যাবৎ মার্কেট পরিচালনায় বাধা সৃষ্টি করে আসছে। এ সংক্রান্তে  আতালতের ৩৬/২০২০ নংমামলা বিচারাধিন আছে। ওই মামলায় আদালত মামলা নিস্পত্তি হবার আগ পর্যন্ত বেচা-কেনা,স্থাপনা নির্মাণ সহ স্থিতাবস্থার আদেশ দিয়েছেন।

মালিক পক্ষের দাবী, অভিযুক্তরা আদালতের নিষেদাজ্ঞা ভঙ্গ করে ভাড়াটে সন্ত্রাসী বাহিনী  নিয়ে বুধবার বিকেলে ওই মার্কেট জবরদখল করে। হামলা কারীরা  মার্কেটের  ব্যবসায়ীদের নগদ টাকাসহ প্রায় পৌণে তিনকোটি টাকার  মালামাল লুট করে। একপর্য়ায়ে ব্যবসায়ীদের মার্কেট থেকে বেড় করে দেয়।

ব্যবসায়ীদের অভিযোগ, হামলা কারীরা ওই আড়ৎ মার্কেটের  ২৭টি দোকানে ব্যাপক ভাংচুড় করে। নগদ ৬১লাখ ২০হাজার টাকা সহ প্রায় পৌনে তিন কোটি টাকার মালামাল লুটে নেয়। ঈদকে সামনে রেখে তাদেরকে পথে বসিয়েছে। ব্যবসায়ীরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএফএম নাসিম বিষয়টি নিশ্চিকরে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি  নিয়ন্ত্রনে আনা হয়। মার্কেট মালিকের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযুক্তদেও গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।