
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির পক্ষ থেকে দুই শতাধিক প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক, গাজীপুর-৩ আসনের জনপ্রিয় নেতা অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পীরজাদা মাওলানা এস এম রুহুল আমীন, আব্দুল মোতালেব, হুমায়ুন কবির সরকার, খাইরুল কবির মণ্ডল আজাদ, আবুল হোসেন প্রধান, মোসলেহ উদ্দিন মৃধা, সাইফুল হক মোল্লাহসহ শ্রীপুর পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকরা জানান, অসহায় ও প্রতিবন্ধী পরিবারগুলোর পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।