Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে সরকারি জমির উপর নির্মিত কারখানার মূল ফটক ভেঙে দিল বনবিভাগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে সরকারি জমির উপর নির্মিত কারখানার মূল ফটক ভেঙে দিল বনবিভাগ

October 04, 2023 09:18:48 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে সরকারি জমির উপর নির্মিত কারখানার মূল ফটক ভেঙে দিল বনবিভাগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের জমি জবরদখল করে কারখানা নির্মাণ এবং বনভূমির ওপর নির্মিত কারখানার মূল ফটক এক্সাভেটর (ভেকু) দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে বনবিভাগ কর্তৃপক্ষ।

সম্প্রতি দৈনিক দেশেরপত্রসহ কয়েকটি গণমাধ্যমে জমি দখলে নিয়ে কারখানাটি গড়ে তুলার বিষয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল । বিষয়টি বনবিভাগের নজরে পড়লে নড়েচড়ে বসে বনবিভাগ কর্তৃপক্ষ। সিদ্ধান্ত নেয়া হয় বনবিভাগের জমি উদ্ধারে অভিযানের।

অভিযানে বন বিভাগের জবরদখলকৃত অর্ধকোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বনভূমিতে দ্রুত সময়ের মধ্যে বনায়ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বনবিভাগ।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের ইলেক্ট্রোস পুলস এন্ড ট্রাকচার লিমিটেড কারখানায় ওই অভিযান পরিচালনা করেছে শ্রীপুর রেঞ্জের অধীনে সাতখামাইর বিট কর্মকর্তারা।

এ বিষয়ে ইলেক্ট্রোস পুলস এন্ড ট্রাকচার লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ নাসের জাহান ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দিতে অসম্মতি জানান।

সাতখামাইর বিট কর্মকর্তা আয়ুব আলী খান বলেন, দীর্ঘ কয়েক বছর যাবৎ পুল কারখানাটি বন বিভাগের জমি জবরদখল করে মূল ফটক ও সীমানা প্রাচীর নির্মাণ করে। খবর পেয়ে  অভিযান পরিচালনা করে বনবিভাগের জমির ওপর নির্মিত কারখানার মূল ফটকটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়াও কারখানার প্রবেশ পথটিও বনভূমির ওপড় দিয়ে করা হয়ে, যা আমরা এক্সাভেটর দিয়ে গর্তকরে দিয়েছি যাতে বনভূমির ওপড়দিয়ে চলাচল করতে না পারে।এছাড়াও কারখানার ভেতরে বন বিভাগের কিছু জমি রয়েছে কারখানার দখলে। সেই জমিতে দ্রুত সময়ের মধ্যে বনায়ন করা হবে বলেও তিনি জানান ।

শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, বিভিন্ন সময়ে বনবিভাগের জমি দখল করে যে সকল কারখানা নির্মিত হয়েছে , অচিরেই ওই সকল কারখানার ভেতর থেকে বনবিভাগের জমি উদ্ধার করা হবে বলে জানান তিনি।