
আব্দুল্লাহ তারেক রানা:
শেখ হাসিনা পদত্যাগের পর দেশের আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।পুলিশ কর্মকরতিহীন ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে বুধবার (৭ আগস্ট) সকালে গাজীপুরের শ্রীপুরে মাওনা উরাল সেতু নিছে ও বিভিন্ন মোড়ে দেখা যায় শিক্ষার্থীরা ট্রাফিকসহ পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে ব্যস্ত সময় পার করতে।
সরেজমিনে দেখা যায়,হাতে ঝাড়ু নিয়ে ও মুখে মাস্ক পড়ে পৌরসভার মাওনা চৌরাস্তায় এলাকার চারপাশের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেছেন। তারা বিভিন্ন পয়েন্টে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই বেশ কয়েক শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ ট্রাফিকের কাজ করে যাচ্ছেন। তাদের এমন উদ্যোগ দেখে অনেকেই প্রশংসা করছেন। কেউ পানি এনে দিচ্ছেন তাদের, কেউবা আইসক্রিম। তাদের প্রচেষ্টায় বিভিন্ন মোড়ে যানবাহন চলাচলও অনেকটা স্বাভাবিক রয়েছে।
এ সময় শিক্ষার্থী জানান, আমাদের শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ , পেয়ার আলী ডিগ্রী কলেজ,আব্দুল আউয়াল ডিগ্রী কলেজ,আকবর আলী খান মহিলা কলেজ সহ আমরা শিক্ষার্থীরা ট্রাফিকসহ পরিচ্ছন্ন কাজে অংশ নিয়ে ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলছি। আমরা এই ধরনের কার্যক্রমের মধ্যে দিয়ে অন্যকে উৎসাহ প্রদান করে যেতেই আমদের এই প্রয়াস।সেইসাথে স্থানীয়দের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছি।