
শরীয়তপুর প্রতিনিধি: আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে শরীয়তপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় জেলা আইনজীবী সমিতির সামনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অতীতে ফ্যাসিবাদ সরকারের শাসনামলে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য রাজপথে সংগ্রাম করতে গিয়ে তারা হামলা-মামলার শিকার হয়েছেন। সেই সময় এটি একটি সংগঠন ছিল, আর এখন এটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। বক্তারা সবাইকে বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে গণঅধিকার পরিষদে যোগদানের আহ্বান জানান।
ডা. শাহজালাল সাজুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ইমরান আল নাজির, যুগ্ম আহ্বায়ক এড. খবির উদ্দিন আহমেদ, ফয়সাল এম সাদ্বীপ, মোজাম্মেল হক এমদাদ, যুব জেলা সভাপতি এবি হান্নান, সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, ছাত্র অধিকার পরিষদ শরীয়তপুর জেলা সভাপতি জীবন আহমেদ নান্টু এবং অন্যান্য নেতৃবৃন্দ।