Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / শ্রীমঙ্গলে দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীমঙ্গলে দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

June 15, 2022 05:10:04 AM  
শ্রীমঙ্গলে দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

আব্দুল হামিদ:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল হবিগঞ্জ  একটি কাভার্ড ভ্যানের পেছনে আরেকটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ লেগে চালক নিহত হয়েছেন। নিহত কাভার্ড ভ্যান ড্রাইবার লোকমান হোসেন  চট্টগ্রাম খাগড়াছড়ির মানিকছড়ি এলাকার আবু জাফর মিয়ার পুত্র।

সোমবার রাতে শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডের হাবিব মার্কেটের বাম পাশে ঢাকা মেট্রো-ট ১৩-৫৩ ৯৯ কাভার্ড ভ্যান গাড়িটি চানাছুর আনলোড করার জন্য দাড়াঁলে পিছন থেকে নিউ  মধুমতি কাভার্ড ভ্যান ঢাকা মেট্রো ট ২৪-৫৬৮২ এই কাভার্ড ভ্যান টি ধাক্কা দেয়। এতে মধুমতি কাভার্ড ভ্যানের ড্রাইভার লোকমান হোসেন ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও শ্রীমঙ্গল থানা পুলিশসহ স্থানীয়রা নিউ  মধুমতি  ট্রান্সপোট কাভার্ড ভ্যানটির চালক লোকমানকে ফায়ার সার্ভিসের লোক জন গাড়ির দরজা কেটে উদ্ধার করেন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার শারমিন আক্তার উনাকে মৃত ঘোষণা করেন। নিহত চালকের ব্যবহৃত ফোন ও মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে তার বাড়ি সনাক্ত করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ আলাউদ্দিন মরদেহটির ছুরতহাল প্রতিবেদন তৈরি করে  লাশ মৌলভীবাজার মর্গে পাঠানো হবে বলে জানান। নিহতের পরিবারের লোকজন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলে জানা যায়।