
আন্তর্জাতিক মাদকবিরোধী সফল সংগঠক হিসেবে দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে কাজ করায় সাউথ এশিয়ান সোশাল চেঞ্জমেকার অ্যাওয়ার্ড পেয়েছেন ঝলক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং রেডটাইমস.কম.বিডির ব্যবস্থাপনা সম্পাদক ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুল।
গত ২৩ ফেব্রুয়ারি নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইউথ্ অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট সামিট অনুষ্ঠানে তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। নেপালের কাঠমান্ডুতে অনুপম ফুডল্যান্ডে অনুষ্ঠিত হয় সাউথ এশিয়ান ইয়ুথ অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট সামিট।
ড. জাহিদের হাতে এই ওয়ার্ড তুলে দেন গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট কাউন্সিলের সভাপতি নেপালের সংসদের ডেপুটি স্পিকার ইন্দিরা রানামাগার। অনুষ্ঠানে নেপাল, চায়না, মালয়েশিয়া, ভারত ও বাংলাদেশ অংশগ্রহণ করে।