Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / সাদুল্যাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাদুল্যাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

March 29, 2025 09:13:23 PM   অনলাইন ডেস্ক
সাদুল্যাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে শনিবার সকাল ৯টার দিকে যাত্রীবাহী পিকআপভ্যান ও বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মুসা মিয়া (২০) নামে এক যাত্রী নিহত হন এবং চারজন গুরুতর আহত হন।

নিহত মুসা মিয়া কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের ফলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়, ফলে ঘটনাস্থলেই মুসা মিয়া মারা যান এবং অন্য চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, "সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।"