
ফেনী প্রতিনিধি:
সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা এবং পৌর বিএনপি ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দলের বঞ্চিত অংশ।
গতকাল ফেনী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামাল উদ্দিন সেন্টু, কামরুল ইসলাম, দোলন চেয়ারম্যান, ভিপি দুলাল, ইমাম ভূঞা, রিপন এবং বাহাদুর।
বিক্ষোভে বক্তারা অনতিবিলম্বে ঘোষিত কমিটি বাতিলের দাবি জানিয়ে বলেন, “এই কমিটি গঠনের প্রক্রিয়া ছিল অবৈধ এবং পক্ষপাতদুষ্ট। তৃণমূলের মতামত উপেক্ষা করে তৈরি এই কমিটি বিএনপির সাংগঠনিক ঐক্য বিনষ্ট করবে।”
বক্তারা দ্রুত তাদের দাবির বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।