Date: May 17, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / সোনাগাজী-দাগনভূঞা বিএনপি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সোনাগাজী-দাগনভূঞা বিএনপি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

January 19, 2025 06:51:38 PM   জেলা প্রতিনিধি
সোনাগাজী-দাগনভূঞা বিএনপি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

ফেনী প্রতিনিধি:
সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা এবং পৌর বিএনপি ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দলের বঞ্চিত অংশ।

গতকাল ফেনী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামাল উদ্দিন সেন্টু, কামরুল ইসলাম, দোলন চেয়ারম্যান, ভিপি দুলাল, ইমাম ভূঞা, রিপন এবং বাহাদুর।

বিক্ষোভে বক্তারা অনতিবিলম্বে ঘোষিত কমিটি বাতিলের দাবি জানিয়ে বলেন, “এই কমিটি গঠনের প্রক্রিয়া ছিল অবৈধ এবং পক্ষপাতদুষ্ট। তৃণমূলের মতামত উপেক্ষা করে তৈরি এই কমিটি বিএনপির সাংগঠনিক ঐক্য বিনষ্ট করবে।”

বক্তারা দ্রুত তাদের দাবির বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।