Date: May 06, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / সুনামগঞ্জে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সুনামগঞ্জে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা

April 20, 2024 05:59:21 PM   জেলা প্রতিনিধি
সুনামগঞ্জে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা

সুনামগঞ্জ প্রকিনিধি:
সুনামগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশ গ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল ২৪) সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠের মধ্যদিয়ে প্রশিক্ষণ কর্মশালার সূচনা করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন, কাউন্সিলের  অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার। কর্মশালার প্রথম সেশনে ১০.১৫ মি: এ রিপোর্টিং ও রেজিষ্ট্রেশন পর্ব শেষে হলুদ সাংবাদিকতা, সাংবাদিকতা নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি সম্পর্কিত দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।

এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, হলুদ সাংবাদিকতা বা ভূঁইফোড় সাংবাদিকদের জন্যই আজ মুলধারার সাংবাদিকরা সাংঘাতিক শব্দটি শুনতে হচ্ছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল গত দুই বছর ধরে এই বিষয় নিয়ে ব্যাপকভাটে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ১৯৮৪ সালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের কল্যাণে প্রেস কাউন্সিল গঠন করেছিলেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বা সাংবাদিকতার নীতিমালা না জেনেই ব্যাঙগের ছাতার মত গজিয়ে উঠেছে কার্ডধারী এক শ্রেণীর সাংবাদিক। শিক্ষাগতযোগ্যতা, ভাষাজ্ঞান না থাকায় বাড়ছে হাতুড়ি সাংবাদিকের সংখ্যা। যার ফলে দিনে দিনে হারিয়ে যাচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা। সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং ও মহৎ পেশা। সাংবাদিক হতে হবে বিচক্ষণ। সেইদিক বিবেচনায় সাংবাদিক নেতাদের নিয়ে পরামর্শ করে সাংবাদিকতায় এখন যারা আসবেন তাদেরকে অবশ্যই স্নাতক পাশ হতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আর যারা ইতিপূর্বে এই পেশার সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সংক্রান্ত পত্রিকার সম্পাদক কর্তৃক প্রত্যয়ণপত্রসহ নিয়োগপত্র জমা দিতে হবে। সাংবাদিক হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর ডাটাবেইজে তাদের নাম থাকবে, শুধু যারা এই শর্ত পূরণ করে তথ্য অফিসার অথবা জেলা প্রশাসকের মাধ্যমে রেজিষ্ট্রেশনের জন্য আবেদন করবেন। তবে রেজিষ্ট্রেশনের জন্য আবেদন করলেই তাদের নাম ডাটাবেইজে অন্তর্ভুক্ত করা হবেনা। গুরুত্বসহকারে করা হবে যাচাই বাচাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার ও পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি এহসান শাহ্,। সমাপনী বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন  বিচারপতি মো. নিজামুল হক নাসিম, চেয়ারম্যান বাংলাদেশ প্রেস কাউন্সিল। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তারসহ সুনামগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।