
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে হেযবুত তওহীদের উদ্যোগে ‘জড়তা, অন্ধত্ব, সংকীর্ণতা, ধর্মব্যবসা, বাড়াবাড়ির বিরুদ্ধে নারীকেই জাগতে হবে, জাগাতে হবে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে শহরের উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করে মানবতার কল্যাণে নিবেদিত সংগঠন হেযবুত তওহীদের সুনামগঞ্জ জেলা নারী বিভাগ।
হেযবুত তওহীদের সুনামগঞ্জ জেলা নারী নেত্রী মাফিকুল বেগম সোহানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় নারী সম্পাদক ও কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য তাসলিমা ইসলাম, কেন্দ্রীয় সাহিত্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য আদিবা ইসলাম, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ফৌজি আরা বেগম শাম্মী, দিরাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, হেযবুত তওহীদের সিলেট বিভাগীয় নারী সম্পাদক ও কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মাহমুদা আক্তার দীপা।
সভায় বক্তারা বলেন, 'জড়তা, অন্ধত্ব, সংকীর্ণতা, ধর্মব্যবসার বিরুদ্ধে নারীকেও জাগতে হবে, জাগাতে হবে। সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করতে হবে সকল নারীকে। সঠিক পর্দায় থেকে নারীরা ধর্মীয় ও সামাজিক কাজ চালিয়ে যেতে পারবে। আর্তমানবতার সেবায় কাজ করতে হবে। ইসলাম এতে বাধা দেয় না বরং উৎসাহিত করে।
বক্তারা আরো বলেন, রসুল (সা.) এর যুগে নারীরা শালীনতার সাথে সব ধরনের কাজে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে পর্যন্ত করেছেন। বর্তমানে একটি ধর্মব্যবসায়ী গোষ্ঠী মিথ্যা ফতোয়া দিয়ে নারীকে চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখার প্রচেষ্টা চালাচ্ছে। নারীদের অধিকার হরণ করছে। শুধু তাই নয় ধর্মের নামে চলছে- ধর্মব্যবসা, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার মত ঘৃণিত কাজ। নারীদের অধিকার ও ধর্মের নামে চলমান সকল প্রকার অধর্মের বিরুদ্ধে নারীদের অবস্থান নিতে হবে। এক্ষেত্রে নারীদের জাগতে হবে এবং সকল নারীকে জাগাতে হবে।
সভায় উপস্থিত ছিলেন জেলা হেযবুত তওহীদের আহমদ রোমান সরকার, পৌর কমিটির সভাপতি মো. বাবুল মিয়া, সদর উপজেলা সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, শান্তিগঞ্জ উপজেলা সভাপতি রুহুল আমিন, তাহিরপুর উপজেলা সভাপতি আলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হেযবুত তওহীদের সদস্য তাহমিনা আক্তার ও সাদিয়া জাহান সাবা।