Date: May 19, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সুনামগঞ্জে হেযবুত তওহীদের উদ্যোগে সর্বধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সুনামগঞ্জে হেযবুত তওহীদের উদ্যোগে সর্বধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত

February 29, 2024 09:33:39 PM   জ্যেষ্ঠ প্রতিবেদক
সুনামগঞ্জে হেযবুত তওহীদের উদ্যোগে সর্বধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
‘সকল ধর্মের মর্মকথা সবার ঊর্ধ্বে মানবতা’ এই প্রতিপাদ্যকে হৃদয়ে ধারণ করে সুনামগঞ্জে হেযবুত তওহীদের উদ্যোগে সর্বধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সুনামগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে এই সম্মেলনের আয়োজন করে হেযবুত তওহীদের সুনামগঞ্জ জেলা শাখা।

সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।  

Sunamganj 1
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।  

হেযবুত তওহীদো নারায়ণগঞ্জ জেলা সভাপতি আরিফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক কবি রিয়াদুল হাসান।

তিনি তার বক্তব্যে বলেন, আমরা এক পিতা মাতা আদম হাওয়ার সন্তান। আল্লাহর চোখে মানুষ দুই প্রকার ভালো এবং খারাপ। অন্যান্য বিভাজন আমরা তৈরি করেছি।

তিনি আরো বলেন, কোনো প্রকার জাতীয়তাবাদী বিভাজন ইসলাম স্বীকার করে না। ধর্ম, গোত্র, বর্ণ, জাতিভেদে আমরা যে বিভেদ সৃষ্টি করে রোখেছি এবং যে বিদ্বেষ পোষণ করে দাঙ্গা হাঙ্গামা পৃথিবীজুড়ে চলছে এটা কোনো ধর্মই সমর্থন করে না। হাজার বছর ধরে ধর্মীয় আদর্শগত কিছু মতবিভেদ রয়েছে বটে তবে সব ধর্মের মূল কথা হচ্ছে মানবতা। সকল ধর্মেও মূল কথার উপর ভিত্তি করে আমাদেরও এক হয়ে মানবতার কল্যাণে কাজ করতে হবে। এই কাজটিই হাতে নিয়ে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে হেযবুত তওহীদ। তিনি উপস্থিত সকল ধর্মের প্রতিনিধিত্বকারীদেও প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চেয়েছিলেন।  হেযবুত তওহীদ ঠিক সেই কাজটি নিয়েই মাঠে নেমেছে। তাদের এই কাজকে আমি অন্তর থেকে সাধুবাদ জানাই। ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে একটি গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে আসছে। আমাদের সুনামগঞ্জে সেই সুযোগ ইতঃপূর্বে কাউকে দেওয়া হয়নি ভবিষ্যতেও দেওয়া হবে না।

হেযবুত তওহীদের সুনামগঞ্জ জেলা সভাপতির উত্থাপিত একটি দাবি প্রসঙ্গে তিনি বলেন, আমার এলাকার কাউন্সিলরদের সাথে মতবিনিময় করে সুনামগঞ্জে হেযবুত তওহীদের জন্য একটি জেলা কার্যালয়ের ব্যবস্থা করে দেয়ার প্রচেষ্টা আমি করব যাতে করে তারা তাদের এই আদর্শ প্রচারের কাজ সহজতর হয়।

Sunamganj 2
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সিলেট বিভাগীয় আমির আলী হোসেন, সুনামগঞ্জ রামকৃষ্ণ মিশনের স্বামী হৃদয় আনন্দ মহারাজ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদেও সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এড. বিশ^জিৎ চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান আইনজীবী ঐক্য পরিষদেও সাধারণ সম্পাদক এড. গৌরঙ্গ পদ দাস, সুনামগঞ্জ শ্রী শ্রী জন্মষ্টমী উদযাপন পরিষদের সভাপতি এড. রাধাকান্ত সূত্রধর, দিরাই উপজেলা পরিষদেও সাবেক ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ওসমান গনী, সুনামগঞ্জের সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, হেযবুত তওহীদের হবিগঞ্জ জেলা সভাপতি এড. এম এ মোতালেব,  সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সুনামগঞ্জের সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া প্রমুখ।

বক্তারা ‘সকল ধর্মের মর্মকথা সবার ঊর্ধ্বে মানবতা’ প্রতিপাদ্য বিষয়ের উপর তাদের মূল্যবাদ বক্তব্য প্রদান করেন। তারা প্রতিপাদ্যের উপর ঐকমত্য পোষণ করেন। তারা হেযবুত তওহীদের এই কাজকে সকলের কাজ বলে মন্তব্য করেন। মুখ্য আলোচকের বক্তব্য শুনে তারা সবাই সমৃদ্ধ হয়েছেন এবং হেযবুত তওহীদের কার্যক্রমের ব্যাপারে পরিষ্কার হয়েছেন বলে মন্তব্য করেন। এমন মহতী কাজের হেযবুত তওহীদের পাশে তারা থাকবেন এবং তাদের সাথে এক হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি জাকির হোসেন বলেন, আমরা স্রষ্টার সন্তুষ্টির জন্য কাজ করছি। এই আদর্শ প্রচারের জন্য আমরা আমাদেরও জীবন সম্পদ বিলিয়ে দিচ্ছি। আমরা পৃথিবীতে এর কোনো বিনিময় চাই না। এর বিনিময় নিব আমরা স্রষ্টার কাছ থেকে।