Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক নোমানীর বাড়িঘর জালিয়ে দেওয়ার হুমকি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক নোমানীর বাড়িঘর জালিয়ে দেওয়ার হুমকি

June 16, 2022 11:31:59 PM  
সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক নোমানীর বাড়িঘর জালিয়ে দেওয়ার হুমকি

সদর সংবাদদাতা, বরিশাল:
সাংবাদিক নোমানীকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর সন্ত্রাসীরা জামিনে বেড়িয়ে মামলা তুলে নেওয়ার জন্য তার বাড়িঘড় জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে বলে জানান আহত  সাংবাদিক নোমানী ও তার মা ও বাবা। হুমকির কারণে উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। হামলার ভয়ে পরিবারের সবাই এখন অনিরাপদ। হুমকি দেয়ার পরই রাজাপুর থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজাপুর থানায় সাংবাদিক নোমানীর মাতা মোসা. পারুল বেগম একটি সাধারণ ডায়েরি করেন।

জিডিতে বলা হয়, আমার ছেলে মামুনুর রশীদ নোমানী, আমার মেয়ে লিপি আক্তারসহ আমাদের তিনজনকে গত ৩ জুন বিকেল ৪টায় চল্লিশ কাহনিয়া শাহরুমী বাজারে বসে আসামীরা হামলা চালায় ও ধারালো অস্ত্র দিয়ে খুন করার জন্য কুপিয়েছে। আসামী মো. দুলাল, কালু মোল্লা, ফজলে হক, হোসেন আলী, আমিনুল মামলায় আদালত থেকে জামিন পেয়ে (১৪ জুন) মঙ্গলবার সকাল ৮ টার দিকে আমাদের ঘরে এসে মামলা তুলে নেয়ার জন্য হুমকি প্রদান করে এবং এও বলে মামলা তুলে না নেয়া হলে বাড়ি ঘর জ্বালিয়ে দেয়া হবে। একই সাথে তারা আমার ছেলে মামুনুর রশীদ নোমানীর বিরুদ্ধে অসত্য মিথ্যা বানোয়াট কথা লিখে পোস্টার ছেপে বিভিন্ন স্থানে লটকিয়ে দিয়েছে। এ বিষয়ে আইনগত সহায়তা প্রয়োজন।
তার মা লিখিত অভিযোগটি সাধারন ডায়েরি হিসেবে ডায়েরিভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজাপুর থানার অফিসার ইনচার্জকে অনুরোধ জানান। রাজাপুর থানা লিখিত অভিযোগটি সাধারন ডায়েরি হিসেবে গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ ব্যাপারে রাজাপুর থানার ডিউটি অফিসার এসআই শোয়েব জানান, আমরা লিখিত অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করেছি এখন আইনগত ব্যবস্থ গ্রহণ করা হবে।

উল্লেখ্য গত ৩ জুন শুক্রবার বিকেল চারটার দিকে ঝালকাঠীর রাজাপুরের চল্লিশকাহানিয়া শাহরুমীর বাজারে হামলা চালায় সন্ত্রাসীরা।এলাকার চিহ্নিত জাল টাকা ও মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী দুলাল, আলম, ফেরদাউস, ফজলে হক, কালু মোল্লা, হোসেন আলী, দেলোয়ার সহ প্রায় ১৫/২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ আগে থেকেই ওৎ পেতে ছিল। সাংবাদিক নোমানী ঘটনাস্থলে গেলেই তার উপরে অতর্কিত হামলা চালানো হয়। খবর পেয়ে নোমানীর মা ও বোন তাকে বাঁচাতে গেলে তাদেরকেও কোপায় সন্ত্রাসীরা। তাদের তিন জনকেই মুমূর্ষ অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।