Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ

September 01, 2024 06:11:38 PM   অনলাইন ডেস্ক
সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ

সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

রোববার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সিনিয়র সচিবের বরাত দিয়ে বলা হয়েছে, "সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।"

এই পদক্ষেপটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে নেওয়া হয়েছে। এর আগে, সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় কর্মকর্তাদের এবং তাদের পরিবারের সম্পদের হিসাব ১ সেপ্টেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়।