Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সাবেক তিন এমপি ও পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাবেক তিন এমপি ও পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

October 16, 2024 07:04:48 PM   স্টাফ রিপোর্টার
সাবেক তিন এমপি ও পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও জ্ঞাত-আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যসহ নয়জন ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার, তার স্ত্রী ফারহানা জাহান মালা, ছেলে জাবীর চাকলাদার এবং দুই মেয়ে সামিয়া জাহান অন্তরা ও মাঈসা জাহান অহনা।

এছাড়া, বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান ও তার স্ত্রী রওনক রহমান, এবং গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার স্ত্রী রুহল আরা রহিমের নামও রয়েছে এই তালিকায়।

আওয়ামী লীগের ওই তিন সাবেক সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যা নিয়ে তদন্ত চালাচ্ছে দুদক। এই অবস্থায়, তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য দুদকের তদন্তকারী কর্মকর্তারা বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেন।