Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের চেম্বার আগুনে ভষ্মীভূত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের চেম্বার আগুনে ভষ্মীভূত

January 21, 2024 11:13:20 AM   নিজস্ব প্রতিবেদক
সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের চেম্বার আগুনে ভষ্মীভূত

আগুনে ভষ্মীভূত হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের চেম্বার। রবিবার  ভোর ৫টার দিকে তোপখানা রোডস্থ মেহেরবা প্লাজার ১৪ তলায় শ ম রেজাউল করিমের চেম্বারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগ ঘটে। ভবনের নিরাপত্তা কর্মীরা জানতে পেরে ফায়ার সার্ভিস এ খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীদের ঘন্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে বিপুল সংখ্যক মূল্যবান গ্রন্থ এবং মক্কেলদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল  আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির মোট পরিমাণ জানা যায়নি।

রেজাউল করিমের জুনিয়র অ্যাডভোকেট আলো মন্ডল বলেন, আগুনে চেম্বারের ব্যাপক ক্ষতি হয়েছে। আর্থিক বিচারে পরিমাণ নির্ধারণ করা কঠিন। কারণ যেসকল গুরুত্বপূর্ণ ফাইল  ভস্মীভূত হয়েছে তার আর্থিক মূল্যমান নির্ধারণ করা সম্ভব নয়। নাশকতা কিনা তা তদন্ত ছাড়া এখনই বলা যাচ্ছে না।