Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সুবিধাবাদী ও চাঁদাবাজদের বরদাশত করা হবে না : নবাগত জিএমপি পুলিশ কমিশনার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

সুবিধাবাদী ও চাঁদাবাজদের বরদাশত করা হবে না : নবাগত জিএমপি পুলিশ কমিশনার

June 06, 2023 06:04:46 PM   জেলা প্রতিনিধি
সুবিধাবাদী ও চাঁদাবাজদের বরদাশত করা হবে না : নবাগত জিএমপি পুলিশ কমিশনার

আশিকুর রহমান:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন মো. মাহবুব আলম বিপিএম, পিপিএম(বার)। এ উপলক্ষে নবাগত পুলিশ কমিশনার মো. মাহবুব আলম মঙ্গলবার দুপুরে জিএমপি কার্যালয়ের কনফারেন্স রুমে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নব যোগদানকৃত পুলিশ কমিশনার জানান- মাদক, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাসসহ সকল প্রকার অপরাধমূলক কার্যক্রম রোধে তিনি কঠোর ভূমিকা পালন করবেন।

তিনি আরও বলেন, গাজীপুর মহানগরকে যানজট মুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাবেন তিনি। এছাড়াও সুবিধাবাদী ও চাঁদাবাজি কর্মকান্ডের সাথে লিপ্ত রয়েছে, এমন কোন ব্যক্তিদের কোন প্রকার ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) মো. জিয়াউল হক, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. ইব্রাহিম, ডিসি ট্রাফিক মো. আলমগীর হোসেনসহ জিএমপি’র অন্যান্য কর্মকর্তাগণ। এ সময় গাজীপুরে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মাহবুব আলম ১৯৭৩ সালে কুমিল্লার হোমনা উপজেলার খোদেদাউদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে তিনি কৃতিত্বের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

প্রায় ২৪ বছরের চাকরি জীবনে পুলিশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিটে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন মাহবুব আলম। সাহসী ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে তিনি দুইবার প্রেসিডেন্ট পুলিশ পদক ‘পিপিএম’, একবার বাংলাদেশ পুলিশ মেডেল ‘বিপিএম’ এবং একবার আইজিপি ব্যাজ পদক পেয়েছেন।

মাহবুব আলম আর্মড পুলিশ ব্যাটালিয়নে ডিআইজি (অপারেশনস) হিসেবে কর্মরত ছিলেন। গত ৩১ মে জননিরাপত্তা বিভাগের আদেশে তাঁকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।

ব্যক্তি জীবনে মাহবুব আলম বিবাহিত, তার সহধর্মিনীর নাম দেলোয়ার বেগম। তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।