Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে নেত্রকোনায় ছাত্র ইউনিয়নের বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে নেত্রকোনায় ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

February 25, 2025 08:14:46 PM   দেশজুড়ে ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে নেত্রকোনায় ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি:
সারাদেশে ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সন্ত্রাসী-ধর্ষকদের বিচার এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, নেত্রকোনা জেলা সংসদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

সংগঠনের সভাপতি আহাম্মেদ তানভীর মোকাম্মেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান সায়েমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহকারী সাধারণ সম্পাদক মাহমুদ হাসান প্রান্ত, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পৃথ্বীরাজ রুদ্রসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের মানুষ যে আশা নিয়ে বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছিল, সরকার সেই প্রত্যাশা প্রতিনিয়ত ভঙ্গ করে চলেছে। ৩৬ দিনের গণঅভ্যুত্থানের মাধ্যমে নারী ও পুরুষ শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ যে অনন্য লড়াই রচনা করেছিল, তার পর থেকেই নারীদের ওপর নিপীড়ন ও অপমানের ঘটনা বেড়েছে। প্রতিদিন ধর্ষণ, গণধর্ষণসহ নানা ধরনের ভয়াবহ অপরাধ সংঘটিত হচ্ছে, যা দেশজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাধারণ মানুষ কোথাও নিরাপদ নয়—নিজের বাড়ি, কর্মক্ষেত্র, গণপরিবহন, রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান—সবখানেই অনিরাপত্তা বিরাজ করছে।

বক্তারা আরও বলেন, ছিনতাই, ডাকাতি, খুন ও মব সন্ত্রাসের মতো অপরাধের লাগামহীন বিস্তারের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে ব্যর্থ। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থতার দায় স্বীকার না করে বিভিন্ন অজুহাত দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কখনো তিনি আগের সরকারের ওপর দোষ চাপাচ্ছেন, আবার কখনো বলছেন, ‘ছোটখাট ঘটনা সবসময়ই ঘটে থাকে’। এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে জাতি হতবাক। পূর্ববর্তী স্বৈরাচারী শাসকদের উদাহরণ দিয়ে বর্তমান সরকার যদি নিজেদের ব্যর্থতা আড়াল করতে চায়, তবে তা চরম অন্যায়। এই পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যে দুই হাজারের বেশি ছাত্র-শ্রমিক-জনতা জীবন দিয়েছে, ফলে জনগণ একই ব্যর্থতার পুনরাবৃত্তি মেনে নেবে না।

নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে ধর্ষণ, খুন, ছিনতাই, ডাকাতি ও মব সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে তারা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের জোর দাবি করেন। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর গণপ্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সভাপতি আহাম্মেদ তানভীর মোকাম্মেল তার বক্তব্যে সকল শিক্ষার্থীদের ছাত্র ইউনিয়নের দাবির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান। এর মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।