Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সাভারে হেযবুত তওহীদের উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গণসংযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাভারে হেযবুত তওহীদের উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গণসংযোগ

April 28, 2025 08:44:09 PM   অনলাইন ডেস্ক
সাভারে হেযবুত তওহীদের উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গণসংযোগ

ঢাকার সাভারে হেযবুত তওহীদের উদ্যোগে ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদ জানিয়ে এক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় সাভারে হেযবুত তওহীদের উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

সাভার হেযবুত তওহীদের সভাপতি সোহেল তালুকদারের সভাপতিত্বে সাভারের নামা বাজার থেকে গণসংযোগটি শুরু হয়। এতে অংশগ্রহণ করেন ঢাকা জেলা হেযবুত তওহীদের সভাপতি ইউনুস মিয়া। গণসংযোগটি সাভার বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রেডিও কলোনিতে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সাভার হেযবুত তওহীদের সভাপতি সোহেল তালুকদার, ঢাকা জেলা সভাপতি ইউনুস মিয়া এবং সাভার উপজেলা হেযবুত তওহীদের ইউনিটের আমিরগণ। তারা ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর চালানো হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং বিশ্ববাসীকে এ বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।