
ঝালকাঠি সংবাদদাতা:
দেশের গণতন্ত্র বিপন্ন হয়েছিল আওয়ামী লীগের দুঃশাসনের কারণে। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, বিচার বিভাগ ও প্রশাসন দলীয়করণ করা হয়েছে। দেশে আইনের শাসন ছিল না, গুম-খুন-নির্যাতন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছিল। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে সবার সাথে মিলেমিশে কাজ করার।
শুক্রবার ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন বক্তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াতের আমির এডভোকেট হাফিজুর রহমান, ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আককাস সিকদার, ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ মো. আলমগীর এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।
এতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবার, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভা ও ইফতার শেষে এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।