Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / সৈয়দপুরে অতিরিক্ত পুলিশ সুপার ও ওসিকে প্রত্যাহার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সৈয়দপুরে অতিরিক্ত পুলিশ সুপার ও ওসিকে প্রত্যাহার

August 31, 2024 06:21:25 PM   উপজেলা প্রতিনিধি
সৈয়দপুরে অতিরিক্ত পুলিশ সুপার ও ওসিকে প্রত্যাহার

নীলফামারীর সৈয়দপুরে অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল রায় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) জেলা পুলিশ সুপার মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সুপারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই দুই পুলিশ কর্মকর্তার ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। বিশেষ করে, অস্ত্র উদ্ধারের ঘটনা কেন্দ্র করে সৈয়দপুর থানার ওসি এক শিক্ষার্থীকে আটক করে বেধড়ক মারধর করেন। এই ঘটনার সংবাদ বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও পত্রপত্রিকায় প্রচারিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। ফলে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।