Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / সিলেটের শিববাড়িতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সিলেটের শিববাড়িতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত

February 22, 2025 07:45:33 PM   জেলা প্রতিনিধি
সিলেটের শিববাড়িতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট সংবাদদাতা:
সিলেটের শিববাড়ি বাজারে অনুষ্ঠিত হলো হেযবুত তওহীদের আলোচনা সভা। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত সিলেট জেলা হেযবুত তওহীদের উদ্যোগে “রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে ইসলামের ভূমিকা” শীর্ষক এই আলোচনা সভা সম্পন্ন হয়। সিলেট শহরের শিববাড়ি বাজার এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেট জেলা হেযবুত তওহীদের সভাপতি আবু তাহের ভুঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সভাপতি আলী হোসেন। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন শহিদী জামে মসজিদের খতিব, চাষির হাট নজরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং হেযবুত তওহীদ আন্দোলনের শিক্ষা ও প্রশিক্ষণ উপ সম্পাদক রাকিব আল হাসান।

বক্তব্যে রাকিব আল হাসান বলেন, “এই সমাজ থেকে অন্যায় দূর করতে হলে আল্লাহর দেওয়া হুকুম ও বিধান প্রতিষ্ঠা করা ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা নিজেদের মুসলিম দাবি করলেও আমাদের সমাজে এখনো ইহুদি-খ্রিস্টানদের আইন ও বিধান চালু রয়েছে। আমাদের সমাজে আল্লাহর আইন কার্যকর না হলে, আমাদের দাবি মিথ্যা হয়ে দাঁড়াবে।”

তিনি আরো বলেন, “আমরা যদি আখেরাতে জান্নাত চাওয়ার আশা করি, তবে আমাদেরকে আল্লাহর নির্দেশে ফিরে আসতে হবে। আমাদের সমাজ ও রাষ্ট্রে আল্লাহর বিধান কার্যকর করতে হবে।”

হেযবুত তওহীদ মানব জাতিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানাচ্ছে এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে একত্রিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করছে। তিনি এ আলোচনায় উপস্থিত সকলের প্রতি হেযবুত তওহীদের আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার এবং ইসলামের বিধান সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য আহ্বান জানান।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সহসভাপতি এড. এম এ মতালিব, সুনামগঞ্জ জেলা সভাপতি মো. জাকির হোসেন, মৌলভীবাজার জেলা সভাপতি মো. খাইরুল ইসলাম, হবিগঞ্জ জেলা সভাপতি মো. মিনহাজুল আবেদীন এবং সিলেট জেলা সাধারণ সম্পাদক শেখ সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীলাম তৃমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জয়নাল আবেদ, বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট জেলা সভাপতি নাঈমুর রহমান নাঈম, বিশিষ্ট মুরুব্বি শাহিন খান, মুবিন খোলার বিশিষ্ট মুরব্বি আমিন মিয়া এবং মাখন মিয়া। মূখ্য আলোচকের বক্তব্য শুনে অনুষ্ঠানে আগত অসংখ্য লোক দুহাত তুলে হেযবুত তওহীদের সাথে একমত পোষণ করেন।