Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

April 15, 2025 06:16:54 PM   উপজেলা প্রতিনিধি
সালথায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলা নতুন বছর ১৪৩২ উদযাপন উপলক্ষে ফরিদপুরের সালথায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। উপজেলা প্রশাসন সালথার আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) বেলা ৯টার দিকে বাংলা সনের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে এই শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। যুগ যুগ ধরে প্রচলিত এই শোভাযাত্রায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়। এ উপলক্ষে তারা নানা অনুষ্ঠানের আয়োজন করে। বাংলা নববর্ষ উপলক্ষে আগত সবাই একে অপরের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। শোভাযাত্রা শেষে বেলা ১০টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনা করে লালন নবধারা শিল্পী গোষ্ঠী। এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা চত্বরে দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হয়, যেখানে নানা বয়সের মানুষের ভিড় লক্ষ করা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর ও খন্দকার আলিমুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি নোমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।