
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ফরিদপুরের সালথায় অসহায় হত দরিদ্র মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালবাসার ঈদ উপহার পৌছে দিয়েছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত, রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহান।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কাজী আব্দুস সোবহান ফরিদপুর-২ আসনের বিভিন্ন এলাকায় ঈদের নতুন পোষাক শাড়ী, লুঙ্গী, পাঞ্জাবী বিতরণ করছেন। ঈদ উপলক্ষে তিনি ১০ হাজারের অধিক মানুষকে ঈদ উপহার বিতরণ করবেন বলে জানা যায়, এর মধ্যে তিনি প্রায় ৫ হাজারের অধিক মানুষের মাঝে ভালবাসার ঈদ উপহার পৌছে দিয়েছেন। এছাড়াও বিভিন্ন সময়ে প্রাকৃতিক দূর্যোগ ও অসহায় মানুষের বিপদে আপদে নগদ অর্থসহ বিভিন্ন উপকরণ দিয়ে সাহায্য সহযোগিতা করেন।
শনিবার (১৫ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার গৌড়দিয়া বাজারের অসহায় হত দরিদ্র মানুষের মাঝে ঈদের নতুন কাপড় তুলে দেন কাজী আব্দুস সোবহানের পক্ষে তার ভাতিজা ফরিদপুর জেলা ছাত্রলীগ নেতা কাজী তানভীর আহমেদ আনিস। এসময় আরও উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা যু্বলীগ নেতা শেখ জাহিদ, নগরকান্দা উপজেলা মৎস্যজীবী লীগ নেতা শহিদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী লীগ নেতা হৃদয় খান সুমন, হাবিবুল্লাহ শেখ প্রমূখ।
কাজী আব্দুস সোবহান জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ উপহার পৌছে দিচ্ছি। আমি অসুস্থ্য থাকার কারনে যেতে পারি নাই। সকলের কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের জন্য দোয়া চাই। আপনারা আমার জন্যেও দোয়া করবেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার বিতরণ অব্যহত থাকবে। সবাইকে ঈদ মোবারক।