Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় সড়ক দুর্ঘটনায় প্রবা‌সি যুব‌কের মৃত‌্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় সড়ক দুর্ঘটনায় প্রবা‌সি যুব‌কের মৃত‌্যু

August 15, 2023 09:15:45 PM   উপজেলা প্রতিনিধি
সালথায় সড়ক দুর্ঘটনায় প্রবা‌সি যুব‌কের মৃত‌্যু

আ‌রিফুল ইসলাম:
ফ‌রিদপু‌রের সালথায় সৌ‌দি আরব প্রবা‌সি এক যুব‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে ব‌লে খবর পাওয়া গে‌ছে। নিহত যুব‌কের নাম লায়ন মোল‌্যা (২৪), সে উপ‌জেলার চর-বল্লভদী এলাকার শা‌হেদ আলী মোল‌্যার পুত্র। ১৫ই আগষ্ট বেলা ১১টার দি‌কে উপ‌জেলার বল্লভদী ইউনিয়নের চর-বল্লভদী এলাকায় মোল্লার মোড়ে (গজারিয়া ব্রিজের পশ্চিম পাশে) এই ঘটনা ঘ‌টে।

জানা যায়, সৌ‌দি আরব প্রবা‌সি যুবক লায়ন মোল‌্যা গজা‌রিয়ার মোড় যাওয়ার সময় রাস্তা পার হ‌চ্ছি‌লেন এমন সময় দ্রুত গ‌তির এক‌টি অজ্ঞাতনামা বাস গোপালগঞ্জ হতে ভাঙ্গা গামী মহাসড়কের উপর চর-বল্লভদী মোল্লার মোড় (গজারিয়া ব্রিজের পশ্চিম পাশে) এলাকায় লায়ন কে চাপা দি‌য়ে চ‌লে যায়, ঘটনাস্থ‌লেই লায়‌নের মৃত‌্যু হয়। লায়ন বছর খা‌নেক আ‌গে সৌ‌দি আরব থে‌কে দে‌শে এ‌সে বি‌য়ে ক‌রে, বর্তমা‌নে তার স্ত্রী অন্তসত্তা। কিছু‌দিন পরই লায়ন আবার প্রবা‌শে পা‌রি জমা‌বেন ব‌লে জানা যায়।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) তৈমুর ইসলাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ লাশ নি‌য়ে আ‌সে, প্রাথ‌মিক সুরতাহাল শে‌ষে লাশ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর ক‌রে। এই বিষ‌য়ে আইনগত ব‌্যবস্থা প‌ক্রিয়াধীন র‌য়ে‌ছে।