Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সিপিবি বাদে তিন দলের সাথে সংলাপ করবে ইসি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সিপিবি বাদে তিন দলের সাথে সংলাপ করবে ইসি

July 28, 2022 09:50:33 PM   জ্যেষ্ঠ প্রতিবেদক
সিপিবি বাদে তিন দলের সাথে সংলাপ করবে ইসি

নির্বাচন কমিশনের (ইসি) সাথে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপ চলছে। এরই ধারাবাহিকতায় আজ চারটি দলের সাথে ইসির সংলাপ হওয়ার কথা রয়েছে। কিন্তু আজ একটি দল আসবে না বলে জানিয়ে দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে। 
ইসির সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ গত ১৭ জুলাই থেকে শুরু হয়েছে; যা চলবে ৩১ জুলাই পর্যন্ত।
ইসির আজকের সংলাপের তালিকায় দেখা গেছে, বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গণফোরাম, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ তরিকত ফেডারেশনের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সংলাপে অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে।
আজকের পর সংলাপ অনুষ্ঠিত হবে ৩১ জুলাই। সেদিন জাতীয় পার্টি-জাপা ও বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সময় নির্ধারিত রয়েছে।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় দেড় বছর আগে আগস্টে দলগুলোর সঙ্গে সংলাপের বসেছিল তৎকালীন কেএম নূরুল হুদা কমিশন। এবার একই পথ ধরে সংলাপ শুরু করছে কাজী হাবিবুল আউয়াল কমিশন।