Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি

June 10, 2022 05:18:17 PM  
সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি

সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। একই সঙ্গে বাড়তে শুরু করেছে অভ্যন্তরীণ নদ-নদীর পানিও। ফলে বন্যার আশঙ্কা করছেন নদী তীরবর্তী মানুষেরা।

গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শুক্রবার সকালে শহর রক্ষা বাধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ২ দশমিক ১২ মিটার নিচ দিয়ে প্রবিাহিত হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসানুর রহমান জানিয়েছেন, বন্যা পূর্বাভাস কেন্দ্রের সতর্কতা অনুযায়ী যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

যমুনা নদীর পাশাপাশি জেলার অভ্যন্তরীণ ফুলঝোড়, ইছামতি, করতোয়া, বড়াল ও চলনবিলে পানি বাড়তে শুরু করেছে। এতে নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এসকল এলাকার ফসলি জমির কাচা পাট, তিল, বাদাম, আখ ও শাকসবজি বাগানে পানি উঠতে শুরু করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এ সকল ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছেন কৃষকেরা।