Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / স্পেনের শেষ মুহূর্তের গোলে পর্তুগালের বিদায় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

স্পেনের শেষ মুহূর্তের গোলে পর্তুগালের বিদায়

September 28, 2022 09:36:08 PM   ক্রীড়া ডেস্ক
স্পেনের শেষ মুহূর্তের গোলে পর্তুগালের বিদায়

উয়েফার নেশন্স লিগের সেমিফাইনালে উঠতে পারলো না ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপ থেকে যে কোনো একটি দলের সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল। স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে পর্তুগালের ছিল ১০ পয়েন্ট, স্পেনের ৮। গ্রুপের অন্য দুই দল সুইজারল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের পয়েন্ট ছিল যথাক্রমে ৬ ও ৪। এমন অবস্থায় জয় না হলেও অন্তত ড্র করলেও সেমিফাইনালে যেত পর্তুগাল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি পর্তুগাল। আলভারো মোরাতার শেষ মুহূর্তের গোলে কপাল পোড়ে রোনালদো বাহিনীর। নিকো উইলিয়ামসের পাস থেকে বল পেয়ে পর্তুগালের জালভেদ করেন মোরাতা।
রোনালদোও শেষ দিকে গোলের সুযোগ পেয়েছিলেন, তবে ৩৭ বছর বয়সী এ তারকা সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। পর্তুগালের বিপক্ষে জয়ের ফলে ১১ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে স্পেন।
সুইজারল্যান্ড চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-১ গোলে জিতলেও তাদেরও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে।