Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / প্রযুক্তি / স্মার্টফোনে ডিএসএলআর ক্যামেরা, বদলে দেবে ফটোগ্রাফির ধারণা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

স্মার্টফোনে ডিএসএলআর ক্যামেরা, বদলে দেবে ফটোগ্রাফির ধারণা

November 04, 2022 09:04:19 PM   প্রযুক্তি ডেস্ক
স্মার্টফোনে ডিএসএলআর ক্যামেরা, বদলে দেবে ফটোগ্রাফির ধারণা

মোবাইল ফটোগ্রাফির সংজ্ঞা বদলে দিতে ক্যামেরার নতুন কনসেপ্ট নিয়ে আসছে শাওমি। প্রতিষ্ঠানটির নতুন মডেল ১২এস কনসেপ্ট এডিশনে জার্মানির বিখ্যাত ক্যামেরা লেন্স প্রস্তুতকারক সংস্থা লাইকার অ্যাটাচেবল লেন্স যুক্ত থাকবে। ব্যাবহারকারী প্রয়োজন শেষে খুলে রাখতে পারবেন লেন্সটি।শাওমি তাদের অফিসিয়াল ওয়েইবো অ্যাকাউন্টে নতুন ফোনের টিজার ভিডিও শেয়ার করেছে। তথ্য অনুযায়ী, ফোনটি ক্যামেরা ফটোগ্রাফির ওপর ফোকাস করে হাই-এন্ড মডেল হিসেবে বাজারে আসবে। নতুন স্মার্টফোনটির পেছনে ১ ইঞ্চি প্রাইমারি ক্যামেরার সেন্সর থাকবে। এই সেন্সরের সাথে মিলবে লাইকার অ্যাটাচেবল লেন্স, যা ক্যামেরা মডিউল থেকে বিচ্ছিন্ন করা যাবে। শাওমি জানিয়েছে, ফটোগ্রাফি পারফরম্যান্স উন্নতর করতে শাওমি প্রথমবারের মতো স্মার্টফোনে লাইকা ক্যামেরা লেন্স যুক্ত করতে যাচ্ছে। ডিভাইসটি ব্যবহারকারীকে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি পেশাদার ফটোগ্রাফিতে সাহায্য করবে। ফোনটি ডিএসএলআর ক্যামেরার বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে।
শাওমি ১২এস কনসেপ্ট এডিশন ফোনের ক্যামেরা মডিউলে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। তবে জুম লেন্স থাকবে না। জুম করার ক্ষমতা থাকবে বাহ্যিক লেন্সের।